আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

রংপুরে মেয়র কাপ ফুটবল খেলা ফাইনাল অনুষ্ঠিত

সুমন হোসেন,  রংপুর প্রতিনিধি :
রংপুরের ৩১ নাম্বার ওয়ার্ডের ছিলিমপুর গ্রামে  মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে, ৩১ নং ওয়ার্ডের শহীদ আজহার উদ্দিন স্মৃতি সংঘ মানজাই বনাম পালিচড়া সরদার পাড়া স্পোর্টিং ক্লাব।
এ খেলায় চ্যাম্পিয়ন হন, শহীদ আজহার উদ্দিন স্মৃতি সংঘ মানজাই  আরা রার্নারআপ হয় পালিচড়া সরদার পাড়া স্পোটিং ক্লাব। টুর্ণামেন্টে পুরষ্কার হিসেবে দুই দলকে উপহার হিসাবে দেয় ক্রেস্ট, মেডেল ও গরু।
শনিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় ছিলিমপুর শিশুমঙ্গল সর: প্রা: বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করে।
উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রেজাউল করিম রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, খেলাধুলা করলে যুবকদের মন-মানুষীকতা ভালো থাকে। খেলাধুলা এমন ভাবে করতে হবে যাতে দেশের সুনাম অর্জন হয়।
বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ মহিলা ফুটবল দল ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সেই বাংলাদেশ টিমে রংপুরে পাঁচজন খেলায়ার রয়েছে। একসাথে আমাদের রংপুর জেলার সুনাম অর্জন হয়েছে। এভাবেই খেলাধুলা করে রংপুরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
প্যানেল মেয়র সামছুল হক বলেন, তরুণরাই সমাজকে এগিয়ে নিতে পারে আর সেটা যদি হয় খেলাধুলা মধ্যেমে। আজকের খেলা অনেক সুন্দর হয়েছে। এভাবে যদি তরুণরা খেলাধুলা করে। তাহলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। বর্তমান তরুণরা যেভাবে মাদকে আসক্ত হচ্ছে। সেজন্য খেলাধুলার কোন বিকল্প নেই।
উক্ত ফাইনাল খেলায় আরো উপস্থিত ছিলেন, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সহ- সাংগঠনিক মাসুদুর নবী মুন্না, মহিলা কাউন্সিলর ৩১,৩২,৩৩ নাজমুন নাহার নাজমা, সভাপতি জাতীয় পার্টির ১৫ নং ওয়ার্ড রংপুর সিটি কর্পোরেশনের রুহুল আমিন খবির,
আলো ফউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম গোলাপ, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, ৪নং সদ্যপুস্করনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, ফতেপুর সমাজসেবক আব্দল বারী প্রামাণিক,
৪নং সদ্যপুস্করনী ইউনিয়নের জাতীয় পার্টির সদস্য ফজলুল হক ফুল বাবু, ৩১ নং ওয়ার্ডের সাবেক যুব সংহতির সভাপতি আকমল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দর রাজ্জাক, মেয়রের সহধর্মিনী জেলি রহমান প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ