আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

স্বাধীনতা

দেলোয়াৱ হোসেন :

আমি একটি জম্মের আজম্ম লালিত্য মুক্তির

পথে বঙ্গবন্ধুকে দেখেছি,
আমি একটি পতাকার প্রচ্ছ্বদে আটষট্টি হাজার বর্গমাইলের শপথ দেখেছি।

আমি দেখেছি অবারিত সবুজ মেঠো পল্লীর সোনালী স্বপ্নের মুক্তধারাকে,
দেখেছি আশি ভাগ কৃষকের ঘামের নায্যমূল্য সংগ্রামী সোনালী শপথের মুজিবকে।

আমি মেঠো পল্লীর আকাবাকাঁ পথে বঙ্গবন্ধুর সোনার বাংলার সমৃদ্ধির শপথকে দেখেছি,
দেখেছি সাড়ে সাত কোটি মানুষের নায্য অধিকারে
সোচ্ছার বিপ্লবী চেতনায় গর্জে উঠা খোকাকে।

নতুন প্রজম্মের পথকে মসৃন সতেজ প্রগতির পথে কর্মময় বিশ্বাসে বলিয়ান করতে,
শুনেছি যৌবনা , আলোকিত শপথের পথে কারাবন্ধি দশায়ও হার না মানা একজনকে।
দুর্শাসনে সুশান প্রতিষ্ঠিত করার শপথে রাজপথে
বারবার বায়োনেটের আঘাতে হাসতে ,
নির্বিক বীরের মতো হিমালয় সম সম্মানেও অকুন্ঠ
কাদামাঠিতে বসে শ্রমজীবীদের ভালোবাসতে।

সেই মুক্তি মাতম স্বাধীনতার মসনদে ,সংগ্রামী ইতিহাস দেখেছে বিশ্বজয়ী এক বঙ্গবন্ধুকে,
পচাত্তরের প্রতিটি ইচ্ছে ও আহ্লাদে ভরপুর বিশ্বাসে
স্বীয় শক্তির পাথুরে বুলেটে ভূপাতিত মোস্তাকে।

এমন বর্বর ইতিহাস সিরাজ ,গান্ধিজী , জর্জ ওয়াশিংটনেও একি উত্থানেও হয়নি শিক্ষা ,
সেই ইতিহাস সেই চক্রান্ত বসন্ত আবগানে বঙ্গবন্ধুর
জম্ম এই বাংলায় শতবার শত কাননে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ