আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আজ

মোঃ সাব্বির হোসেন:

করোনা মহামারীর কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় গুলোতেও ভর্তি পরিক্ষা নেওয়া সম্ভব হচ্ছিল না।

তবে করোনা মহামারী নিয়ন্ত্রণে আসার পর বিশ্ববিদ্যালয় গুলো ভর্তি পরিক্ষা নেওয়া শুরু করে।
অতি দ্রুত ভর্তি পরিক্ষা ও ভর্তি কার্যক্রম শেষ করে আজ হতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছে,

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।আজ নতুনদের ফুল দিয়ে বরণ করে নেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সব ধরনের সচেতনতামূলক প্রস্তুতি গ্রহণ করেছে।

সোমবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শুরু হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। আর ভর্তি কার্যক্রম আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ