মজিদুল হক লালমনিরহাট(সদর) প্রতিনিধি:
নভেল করোনাভাইরাসের প্রকোপে দিনদিন স্থবির জনজীবন বাড়ছে উৎকণ্ঠা। এরকম পরিস্থিতিতে মানুষের মাঝে অাতংক বেড়েই চলছে। অঘোষিত লকডাউনের জন্য জীবনযাপন কষ্টসাধ্য হচ্ছে সাধারন মানুষের। এর ব্যতিক্রম নয় উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটও। এই সংকট মোকাবেলায় এগিয়ে এসেছে লালমনিরহাট জেলা ছাত্রলীগ। ইতোমধ্যে লালমনিরহাট জেলা ছাত্রলীগ কতৃল শহরের ১০০০ পরিবারকে ত্রান বিতরন করা হয়েছে।
দৈনিক অাগামীর সংবাদের সাথে অালাপচারিতায় লালমনিরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর বলেন” অামরা করোনাভাইরাস প্রতিরোধর জন্য জেলা ছাত্রলীগ অাগাম অাপদকালীন প্রস্তুতি নিয়েছিলাম তাছাড়া অামরা যে নিয়মিত ত্রান বিতরন করে অাসছি এবং এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অামরা সর্বাত্বকভাবে কার্যক্রম চালিয়ে যাবে
তিনি অারো বলেন অামরা লালমনিরহাট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রলীগের প্রত্যেক উপজেলা, ইউনিয়ন, ও ইউনিট সমূহকে নির্দেশনা দিয়েছি তারাও এই সংকট মোকাবিলায় কাজ করছে