নিজস্ব প্রতিবেদক
ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাড়ে ৪ টার দিকে ডিইপিজেডের শাসা ডেনিম নামের একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল সাড়ে চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেডের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। আগুনের তীব্রতা বেশী হওয়ায় পরে সাভার ফায়ার সার্ভিসের ৩ টি ও ধামরাই ফায়ার সার্ভিসের ১ টি ইউনিটসহ ৭ টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায় নি। তবে তদন্ত শেষে এব্যাপারে জানানো হবে।
পোশাক কারখানায় প্রায় দুই হাজারের মতো শ্রমিক কর্মরত রয়েছে। তবে কোন শ্রমিক আহত হয়নি বলে ও জানা যায়।