আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

তাহিরপুরের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল নতুনহাটি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে ধারান তাহিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর ৮জন মহিলাকে নিজস্ব অর্থায়নে ৮টি শাড়ি প্রদান করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর যেকোনো একটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন বলে জানান তিনি।

তাহিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম জানান, তাদের যা কিছু ছিলো সব কিছুই আগুনে পুড়ে ছাঁই হয়েগেছে। তাই তাৎক্ষণিক ভাবে আমি পরিবার গুলোর পাশে থাকার চেষ্টা করি। আমার মতো সবাই ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে থেকে সহযোগিতা করলে তাদের উপকারে আসবে বলে মনে করি।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০শে নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল নতুনহাটি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর, দুটি দোকানঘর ও ৩টি ধানের গোলা পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ