আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

কালিয়াকৈরে পৌরসভা ও ইউপি নিবার্চনে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নিবার্চনে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার দিনব্যাপী পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিজিবি টহল দিতে দেখা গেছে।

উপজেলা প্রশাসন ও নিবার্চন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নিবার্চন অনুষ্ঠিত হবে। এ নিবার্চনকে সামনে রেখে সব ধরণের সহিংসতা এড়াতে গত রবিবার থেকে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার দিনব্যাপী পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারসহ অন্যান্যরা।

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, কালিয়াকৈর পৌরসভা নিবার্চনে ৩ প্লাটুন ও ইউনিয়ন পরিষদ নিবার্চনে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে নির্বাচনী বিভিন্ন এলাকায় বিজিবি টহল অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ