আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

শীতকালীন ছুটি বাতিল করল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেরোবি প্রতিনিধি :

করোনাভাইরাসের কারণে দেড় বছরের অধিক সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের সৃষ্ট সেশনজট নিরসনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড যথারীতি চলবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের সেশনজটের ক্ষতি পুষিয়ে নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৯ থেকে ৩০ ডিসেম্বরের শীতকালীন ছুটি (২৫ ডিসেম্বর, বড়দিনের ছুটি ব্যতিত) বাতিল করা হয়েছে।

একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকান্ড এগিয়ে নিতে ১৯ থেকে ২৮ ডিসেম্বরের অফিস ছুটিও (বড়দিনের ছুটি ব্যতিত) বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ