আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

নাটোরে গণটিকা কেন্দ্র পরিদর্শন করলেন স্বাস্থ্যওপরিবার পরিকল্পনা কমকর্তা

এ,কে,এম, খোরশেদ আলম নলডাঙ্গা, নাটোর প্রতিনিধিঃ

সোমবার সকাল ১০ ঘটিকায় নাটোর জেলার নলডাঙ্গা উপ-জেলায় ২ নং মাধনগর ইউনিয়নের ৩নং ওযাডের বাঁশিলা কমিনিটি ক্লিনিকে চলমান কোভিড-১৯ গণটিকা কেন্দ্র পরিদর্শন করলেন ডাঃ মাহবুবুর রহমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা নাটোর সদর।

উক্ত গণটিকা কেন্দ্রে ২৮৩ জন মহিলা ও ২১৭ জন পুরুষ মোট ৫০০(পাঁচশত) ব্যক্তিকে দ্বিতীয় ধাপে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়। পরিদর্শন কালে তিনি আরও বলেন বহিরাগত ব্যক্তিকে টিকা দিতে হবে একটি ব্যক্তিও যেন ফেরত না যায় সেদিকে খেয়াল রেখে আপনারা কাজ করবেন। বৃদ্ধ ও প্রতিবন্ধীদেরকে প্রযোজনে টিকা কেন্দ্রের গেটে এসে টিকা প্রদান করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সেনেটারী ইনপেক্টর মশিউর রহমান নাটোর সদর,সহকারী ইনপেক্টর আনান্দ গোপাল নাটোর সদর, কাঞ্চন কুমার স্বাস্থ্য পরিদর্শক নাটোর সদর।

এ,কে,এম, খোরশেদ আলম কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার মাধনগর ইউনিয়ন বাঁশিলা কমিউনিটি ক্লিনিক,
আনারুল ইসলাম পরিবার পরিকল্পনা পরিদর্শক মাধনগর ইউনিয়ন, জেসমিন আরা পরিবার পরিকল্পনা সহকারী মাধনগর, কাজী ইমদাদুল হক পল্লী চিকিৎসক মাধনগর, গ্রাম পুলিশ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ