আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

নেপালে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত আইসিডি’র প্রতিষ্ঠাতা লোনা কয়রার আশিক

রিয়াজুল আকবর লিংকন :

নেপালের রাজধানী কাঠমান্ডুর ন্যাশনাল অ্যাসেম্বলী হলে আয়োজিত ৪ দিনব্যাপী গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিটে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছে ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি) ।

নেপালের উপ রাষ্ট্রপতি নন্দ বাহাদুর পুন এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান। নেপালের স্থানীয় সময় সকাল ১১ টায় অ্যাওয়ার্ড প্রোগ্রাম শুরু হয়৷ যুব নেতৃত্ব, শান্তি, অহিংসা, উদ্ভাবন, সামাজিক ন্যায়বিচার, ক্ষমতায়ন, মানবাধিকার, উদ্যোক্তা,

পর্যটন, এসডিজি এবং গণতন্ত্রের ক্ষেত্রে যারা অসামান্য অবদান রাখে তাদেরকে এই পুরস্কার প্রদান করা হয়। নেপাল, গাম্বিয়া, ইরাক, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া,

পাকিস্তান, শ্রীলংকা, যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া ও সহ বিশ্বের ৬২ টি দেশের তরুণরা উক্ত সেমিনারে অংশগ্রহণ করে। নেপালে অবস্থানরত জাতিসংঘ, ইউএন, ডিপি, ইউএনএফপিএ, এর প্রতিনিধিগণ উক্ত সামিটে যোগদান করে।

উক্ত সামিটে বাংলাদেশের উপকূল এলাকার বাঘবিধবা ও আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের টেকসই কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরুপ আইসিডি’র প্রতিষ্ঠাতা আশিকুজ্জামানকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ