আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

আজ বিশ্ব পুরুষ দিবস

মোঃ সাব্বির হোসেন

পরিসংখ্যান বলে পুরুষ মানুষ হচ্ছে পৃথিবীর সবচাইতে অসহায় প্রাণী।
পৃথিবীতে সুইসাইড কারীদের মধ্যে ৭৫% ই হলো ছেলে।

গৃহহীন মানুষের মাঝে ৮৫% হচ্ছে পুরুষ।
খুন হওয়া মানুষের মাঝে ৭০% হচ্ছে পুরুষ।
কর্মক্ষেত্রে মারা যাওয়াদের মধ্যে ৯৩% হচ্ছে পুরুষ
পুরুষেরা মহিলাদের চাইতে ৩-৬ বছর আগে মারা যায়।

এমনকি করোনা মহামারীতে নারীর ৩গুন বেশী মারা যাচ্ছে পুরুষ।
প্রতি বছর মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের চাইতে
বেশি পুরুষ প্রোস্টেট ক্যান্সারে মারা যায়।
পৃথিবীর প্রায় প্রতিটি দেশে সমান অপরাধের জন্য একজন পুরুষ একজন মহিলা আসামীর চাইতে বেশি সাজা ভোগ করে।

পৃথিবীর প্রায় সব দেশেই জীবন সংসারে সকলের কল্যাণে সব চেয়ে বেশী প্রাণান্ত শারীরিক ও মানুষিক শ্রম দেয় পুরুষ।
অধিকাংশক্ষেত্রে অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা সংসারে শেষ বয়সে বড় অপাংক্তেয় হয়ে যায় পুরুষ।

পৃথিবীর প্রায় সব দেশে নারী নির্যাতন
আইন থাকলেও পুরুষ নির্যাতন আইন নেই।
সম্ভবত পুরুষ জাতি পৃথিবীর সবচাইতে অবলা জাতি।

ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক অপরের জন্য নিস্বার্থ ভাবে নিবেদিত থাকুক পৃথিবীর সকল পুরুষ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ