আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

নিজের খাবার বিলিয়ে দিবো অনাহারীর মুখে নাছির চৌধুরী

আব্দুল জলিল মিয়া সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের
যুগ্ম-আহব্বায়ক ও Social Security Foundation এর প্রতিষ্ঠাতা ইজাজুল হক চৌধুরী নাছিম তার সহ পার্টীদের সাথে নিয়ে নিজেদের হাত খরচের টাকা দিয়ে অঘোষিত লকডাউনের কারণে অসহায় হয়ে যাওয়া হতদরিদ্র রিক্সা চালক, দিনমজুর ও গৃহহীন মানুষের মুখে প্রতিদিন নিজহাতে রান্ন করা একবেলার খাবার তুলে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন।

প্রতিদিন খাবার পাবে শতাধিক মানুষ। হাসি ফোঁটাবে অসহায় মানুষের মনে।

নাছিম চৌধুরী এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমরা প্রতিদিন হয়তো ১০০/১৫০ টাকা আড্ডার দেয়ার সময় নষ্ট করি। কিন্তু সেই টাকা যদি খরচ না করে অসহায় মানুষদের জন্য কিছু করার চেষ্টা তাহলে এই দূর্যোগের সময় তারা হয়তো প্রাণে মরবেনা।
সমাজের সকল রাজনীতিবিদদের উদ্দেশ্যে তিনি বলেন রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা নয়,রাজনীতির হল
দেশ, মানুষ ও মানবতার প্রয়োজনে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করা। আসুন আমরা মানবতার এই সংকটময় মুহূর্তে যার যার অবস্থান থেকে মানবতার পক্ষে লড়াই করি। Covid-19 ( করুনা ভাইরাস) কারনে দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে দল, মত নির্বিশেষে সুনামগঞ্জ শহরের সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ রইল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ