আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

আত্রাইয়ে আঃ রাজ্জাক হত্যা মামলায় ৬ জন গ্রেফতার

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ

 

 

নওগাঁর আত্রাই উপজেলা কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক হত্যা মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। গ্রেফতারকৃরা পুলিশের প্রাথমিক জিজ্ঞসাবাদে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার ভরতেতুঁলিয়া গ্রামের এমাজ উদ্দিন ওরফে ইল্লার ছেলে রিপন (২৫), মৃত সেকেন্দারের ছেলে স্বপন হোসেন মটর (৪৫), আব্দুস ছাত্তার খাঁর ছেলে সাগর (৩৫), মৃত মেহের প্রাং এর ছেলে সাজেদুর রহমান সাজু (৪৫), খোলাপাড়া গ্রামের ডাক্তার হামিদুল ইসলাম (৪৭) ও উত্তম কুমার শাহা (৫৬)। গ্রেফতারকৃতদের রোববার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গত ২৮ মার্চ দিবাগর রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের নাছিরের ছেলে আত্রাই উপজেলা কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক মোটরসাইকেল যোগে নিজ বাড়ি যাবার পথে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের পূর্বদিকে সেভেনস্টার শপিংমলের নিকট হত্যাকান্ডের শিকার হন। এ ঘটনায় তার স্ত্রী কাঞ্চন বিবি বাদি হয়ে ১৫/১৬ জনকে আসামি করে আত্রাই থানায় হত্যা মামলা দায়ের করেন। আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, এ হত্যাকান্ডের মূল রহস্য আমরা প্রায় উদঘাটন করেছি। তবে মামলার তদন্তের স্বার্থে তা এখন প্রকাশ করা যাবে না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ