আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে বিষধর পদ্ম-গোখরা সাপের আতঙ্ক

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি,  শেখ রাজেন :

বাড়ি সংলগ্ন এলাকায় বিষধর পদ্ম গোখরার আস্তানা। রাস্তায় বের হলেই চোখে পড়ে সাপের ছোট ছোট বাচ্চা ফণা তুলে ফিস ফিস শব্দ করছে। ঘর থেকে বের হতে সাহস করছেন না অনেকেই।

কখনো ইটের স্তূপ আবার কখনো চলাচল করতে দেখা মিলছে এসব পদ্ম গোখরার। গত এক সপ্তাহে পাঁচটি পদ্ম গোখরা সাপের বাচ্চা পিটিয়ে মারা হয়েছে। ধারণা করা হচ্ছে, এখানে প্রায় ৭০-৮০টি সাপের বাচ্চা আছে।

এতে রীতিমত সাপ আতঙ্ক ঘিরে ফেলেছ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদরের দত্তবাড়ি সংলগ্ন এলাকা। তাই সাপের ভয়ে ওই এলাকার রাস্তা দিয়ে কোনো মানুষ চলাচল করতে সাহস পান না।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক যুবক গত ৯ নভেম্বর সকালে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় তিনটি সাপের বাচ্চাকে ইটের স্তূপের ওপর দেখতে পায়। তখন সে দুটি সাপকে মেরে ফেলে।

পরের দিন আবারও গরু নিয়ে যাওয়ার সময় আরও তিনটি সাপের বাচ্চা দেখতে পেয়ে ওই যুবক বাড়ির মালিক কাজল জ্যোতি দত্তকে বিষয়টি জানায়।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার বলেন, এ বিষয়ে জানতে পেরেছি। বাড়ির আশপাশে জঙ্গল ও পুরনো ইটের স্তূপ থাকায় সাপ বাসা বেঁধেছে। তবে বাড়ির চারপাশে বোতলে কার্বলিক অ্যাসিড রাখলে এর গ্যাসের গন্ধে সাপ বাড়ির কাছে আসতে পারবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ