সরাইল প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে অরুয়াইল বাজার ব্যাবসায়ী যারা করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় ৩০০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ৫ এপ্রিল রবিবার অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আবু তালেব মিয়ার বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ৩০০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল- ৭ কেজি চাল, ১ কেজি ডাল, দুই কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পিয়াজ ও ১ টি সাবান ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন অরুয়াইল পুলিশ ফাড়ির আইসি এস আই কামরুজ্জামান, অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আবু তালেব, সরাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহের উদ্দিন, অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট গাজী মোঃ শফিক,আওয়ামিলীগ নেতা গোপাল চন্দ্র গোপ মাস্টার, অরুয়াইল ইউনিয়ন যুবলীগ আহবায়ক মোঃ বোরহান উদ্দিন, অরুয়াইল ক্লাস্টার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসিফ ইকবাল খোকন, অরুয়াইল ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ আহবায়ক গাজী মোঃ কাপ্তান ,সরাইল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ আল হাসান ও অরুয়াইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার হোসেন রানা ।
আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করে অরুয়াইল পুলিশ ফাড়ির আইসি এস আই কামরুজ্জামান বলেন “রাষ্ট্রের পাশাপাশি সকল রাজনৈতিক সংগঠন, সেচ্ছাসেবী সংগঠন, বিত্তশালী লোক ও সমাজের তরুণরা এভাবে অসহায় মানুষগুলোর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যে কোনো ধরণের প্রতিকূলতায় বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে।”
অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট গাজী মোঃ শফিক বলেন আমরা সামাজিক দূরত্ত বজায় রেখে ত্রাণ বিতরণের শতভাগ চেষ্টা করেছি,মানুষের অসচেতনার কারনে বিব্রত বোধ করি, ভবিষ্যতে ত্রাণ বিতরণ কালে শতভাগ সরকারের নির্দেশনা মেনে ত্রাণ বিতরণ করব। তিনি আরও বলেন
করোনা ভাইরাস সংক্রমনে ঝুকি রোধে, মুখে মাস্ক ব্যবহার, গণপরিবহন ও জনসমাগম এড়িয়ে চলা, ঘনঘন হাত ধোয়া, যেখানে সেখানে থুতু বা কফ না ফেলা, হাত দিয়ে নাক-মুখ-চোখ স্পর্শ না করার আহবান জানা।