আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

৩০ অক্টোবর থেকে শিশু-কিশোরদের কৃমির ঔষুধ খাওয়ানো হবে

পাথরঘাটা বরগুনা তাওহিদুল ইসলাম :

৩০ অক্টোবর থেকে শিশু-কিশোরদের কৃমির ঔষুধ খাওয়ানো হবে
৩০ অক্টোবর থেকে আগামী ৫ নভেম্বর দেশের প্রায় চার কোটি শিশু-কিশোরকে কৃমির ঔষুধ খাওয়ানো হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও খুদে ডাক্তার কর্মসূচি এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এক সপ্তাহের মধ্যে প্রায় চার কোটি শিশুকে কৃমির ঔষুধ খাওয়ানো হবে।

মূল উপস্থাপনায় রোগ নিয়ন্ত্রণ শাখার সহকারী পরিচালক ও কর্মসূচির উপকর্মসূচি ব্যবস্থাপক এম এম আক্তারুজ্জামান বলেন, ৩০ অক্টোবর থেকে আগামী ৫ নভেম্বরের মধ্যে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। ৫ থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী, স্কুল–বহির্ভূত, স্কুল থেকে ঝরে পড়া, পথশিশু ও কর্মজীবী শিশুদের এই ঔষুধ খাওয়ানো হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, পেটে বা অন্ত্রে থাকা কৃমি খাবারের পুষ্টি খেয়ে ফেলে। এ কারণে মানুষ, বিশেষ করে শিশুরা পুষ্টিহীনতায় ভোগে। কৃমি অন্ত্র থেকে রক্ত শোষণ করে বলে শিশুরা রক্তস্বল্পতায় ভোগে। ২০০৫ সালের পরীক্ষায় দেশের ৮০ শতাংশ শিশুর মলে কৃমির উপস্থিতি পাওয়া যায়। কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের কারণে এখন সেই হার ৮ শতাংশে নেমে এসেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ