আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে সুবিধাবঞ্চিতদের জন্য বিশেষ স্যাটেলাইট ক্লিনিক

নিজস্ব প্রতিবেদক :

সাভারে সুবিধা বঞ্চিত দরিদ্র অসহায় মানুষের জন্য বিশেষ স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২১ অক্টোবর) সকালে সাভার পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে দারগা আলীর বাড়িতে এ বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সাভার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম। এ আয়োজনের সভাপতিত্ব করেন সাভার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন।

বিশেষ এই স্যাটেলাইট ক্লিনিকে পরিবার পরিকল্পনা সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, প্রসূতি সেবা, প্রসবোত্তর, নবজাতক ও কিশোর কিশোরী সেবা, পুষ্টি তথ্য ও স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।

সাভার উপজেলা পঃ পঃ কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, আজকে ২৫০টি পরিবারের মাঝে এসেবা প্রদান করা হয়েছে। আজকে যারা এই ক্লিনিকের সুবিধা পেয়েছেন তারা বেশিভাগই অন্যের বাসা বাড়িতে কাজ করেন। স্বল্প আয়ের মানুষ হওয়ায় তাদের পক্ষে নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ করার সুযোগ হয়না। তৃণমূল পর্যায়ে তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌছে দিতে আমরাই ছুটে যাই।

সাভার উপজেলা পঃ পঃ কার্যালয়ের তথ্যমতে, সাভার উপজেলায় প্রতি মাসে নিয়মিত ভাবে ৯২টি স্যাটেলাইট ক্লিনিক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে কয়েক হাজার পরিবার সুবিধাভোগ করে আসছে।

প্রধান অতিথি ইউএনও মাজহারুল ইসলাম সকলকে সঠিক সময়ে সঠিক উপায়ে স্বাস্থ্য সেবা নেয়ার পরামর্শ প্রদান করেন। দরিদ্রদের পাশে এভাবে স্বাস্থ্যসেবা পৌছে দেয়ায় উপজেলা পঃ পঃ কার্যালয়কে সাধুবাদ জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ