বিশেষ প্রতিনিধিঃ হাসিবুল হাসান ইমু:
করোনা ভাইরাসের – কারণে পৃথিবী জুড়ে যখন মহামারি এমনকি বাংলাদেশও বাদ নেই।তখন এই সময় সব চেয়ে দুর্ভোগে ভুগছেন ঘরে বসা থাকা দিন মজুর অসহায় মানুষেরা । এর মধ্যেই আশুলিয়ার নবীনগরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একদল তরুন বাড়িতে বসে থাকা ১০০ অসহায় পরিবারের মানুষের বাসায় বাসায় গিয়ে খাবার ( চাল,ডাল,আলু )এবং জীবাণুনাশক সামগ্রী ( সাবান,মাস্ক) পৌছে দেয় নবীনগরের বিভিন্ন স্থানে ।
পৃথিবীর সমস্ত দেশের মত আমাদের দেশও আজ স্তব্দ, যুদ্ধ চলছে মহামারী “করোনা ভাইরাসের” বিরুদ্ধে। দেশের এই ক্লান্তিকর সময়ে বিভিন্ন অঞ্চলে তরুনরা কাজ করে যাচ্ছে তেমনি নবীনগরের তরুনরাও ঘরে বসে নেই। উদ্যমী তরুনদের সাথে কথা বলে জানা গেছে ওরা সর্বদা প্রস্তুত এলাকার একটি পরিবারও না খেয়ে থাকবে না। ওরা সর্বদা অসহায় পরিবারের জন্য কাজ করে যাবে বলে জানিয়েছেন। সার্বিকভাবে সাহায্য ও কাজ করেছে রিজভী আহমেদ বিশাল,মুশফিকুর রহমান উৎস,রায়হান,বাশার,সাইফুল,সাইদ,মেহেদী,রাহিম এবং হৃদয় প্রমুখ। তরুনদের কাজের মাধ্যমে আমাদের সকলের উচিৎ প্রতিবেশী মধ্যে ঘরে বসে থাকা অসহায় পরিবারকে সহযোগিতা করা। এতে অসহায় পরিবারটি দুমুঠো খাবার খেতে পারেন এবং
মহান আল্লাহ্ তা’আলাও খুশি হন।