আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

ফরিদগঞ্জে ইউনিয়ন পরিষদে ঝুললো তালা

কে এম নজরুল ইসলাম :
বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির অজুহাতে ফরিদগঞ্জের ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এবং সচিবের রুমে তালা ঝুলিয়েছে উপজেলা যুবলীগ নেতা অপু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে। 
পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত বিএসসি’র নিকট এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এটি নিতান্তই দলীয় ব্যাপার। আমি যোগাযোগ করছি বিষয়টি মীমাংসার জন্য।’
ইউনিয়ন পরিষদ সচিব মীর সিদ্দিক জানান, ‘আনুমানিক দুপুর দেড়টায় যুবলীগ নেতা পরিষদে এসে চেয়ারম্যান মহোদয়কে না পেয়ে ক্ষিপ্ত হয় এবং উত্তেজিত হয়ে একপর্যায়ে চেয়ারম্যান মহোদয় এবং আমার রুমে তালা ঝুলিয়ে দেয়।
দ্বায়িত্বের মধ্য থেকে আমি উপজেলা সদরে গিয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে বিষয়টি অবহিত করি এবং ওনার নির্দেশে ইউনিয়ন পরিষদের মূল্যবান ডকুমেন্টেসের নিরাপত্তার জন্য গ্রামপুলিশ দিয়ে পাহারার ব্যবস্থা করি।’
সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ চেয়ারম্যান সাহেবের সাথে সমঝোতার ভিত্তিতে তালা খুলে দেয় যুবলীগ নেতা মোদাচ্ছের শেখ অপু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেন, ‘আমি তালা ঝুলানোর বিষয়টি জেনেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিডিএলজি স্যারকে এ বিষয়ে অবহিত করেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, ‘এটা সত্যি যে, চেয়ারম্যান সাহেব পরিষদের ব্যাপারে উদাসীন এবং ইউনিয়নবাসী কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’
তালা ঝুলানোর বিষয়ে মোদাচ্ছের অপু স্বীকার করে বলে, ‘ইউনয়িন পরিষদটি চেয়ারম্যান অকার্যকর করে ফেলেছে। তিনি বসবাস করছেন চাঁদপুর শহরে। ইউনিয়নবাসীর প্রয়োজনে ঠিকমতো তাকে পাওয়া যায় না।
গত তিন মাস ধরে একটি জন্মনিবন্ধনের কাগজ আদায় করা সম্ভব হয়নি। চাকরি সংক্রান্ত ব্যাপারে সেটি দরকার ছিল। ইন্টারভিউর মেয়াদ শেষ হলেও চেয়ারম্যান সাহেবের স্বেচ্ছাচারিতা আর অনুপস্থিতির কারণে জন্মনিবন্ধন সার্টিফিকেট নিতে পারিনি। তাই তালা ঝুলিয়ে প্রতিবাদ করেছি।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ