আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে যুবলীগ নেতা রাজন

নিজস্ব প্রতিবেদক

 

তাজরীন ফ্যাশনস লিমিটেড কারখানার অগ্নিকান্ডে আহত পোষাক শ্রমিক ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দুস্থ, অসহায়, ছিন্নমূল ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ইয়ার পুর ইউনিয়ন যুবলীগ নেতা রাজন ভূইয়া।

শুক্রবার (৩ এপ্রিল) আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় ও নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত তাজরীন ফ্যাশনস লিমিটেড কারখানার সামনে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল- ৫কেজি, ডাল-১কেজি, পেঁয়াজ-১কেজি, আলু-২কেজি, তেল-৫০০মিলি, লবন-১কেজি ও একটি সাবান বিতরণ করেন তিনি।

এ বিষয়ে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতা রাজন ভূইয়া বলেন, করোনার কারনে মানুষ বেকার বসে আছে। অনেকের খাবার নেই। এসমাজে যারা দুস্থ, অসহায়, ছিন্নমূল ও কর্মহীন সুবিধাবঞ্চিত রয়েছে তাদের পাশে দাড়ানোই আমার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন,ভয়ানক তাজরীন ফ্যাশনস লিমিটেড কারখানার অগ্নিকান্ডে আহত পোষাক শ্রমিকদের মধ্যে ২০জন অসহায় শ্রমিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময় সাহায্য করতে পেরে আমার অনেক ভালো লাগছে।আমাদের চারপাশে যারা আছেন তাদের ক্ষুদ্র-ক্ষুদ্র চেষ্টাই পারে সুন্দর একটি সমাজ উপহার দিতে।

এ সময় ত্রাণসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন,হাজী আব্দুল বারেক ভূইয়া,আব্দল জব্বার ভূইয়া,রাকিব ভূইয়া,রাসেল কমান্ডারসহ আরও অনেকে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ