আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

উপজেলাবাসীকে সতর্ক করল ফরিদগঞ্জ থানা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

ফরিদগঞ্জ থানার অফিসিয়াল পেইজ এবং পরিচিতদের ইনবক্স করে উপজেলাবাসীকে সতর্ক করলেন ওসি (তদন্ত) মো. বাহার মিয়া।

১২ অক্টোবরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ‘এলাকাবাসীর অবগতির জন্য জানাচ্ছি যে, কিছু ভন্ড, প্রতারক চক্র অফিসার ইনচার্জ এবং ওসি তদন্ত-এর নাম দিয়ে হুমকি।

কখনও মামলার কথা বলে টাকা দাবি করিলে ওসি’র সরকারি নাম্বার ০১৩২০-১১৬১২৭ এবং ওসি তদন্ত’র সরকারি নাম্বার ০১৩২০-১১৬১২৮ এ কল করুন।

মামলা বা জিডি  করতে কোনো টাকা লাগে না। কেউ চাইলে উপরোক্ত নাম্বারে ফোন দিন।’

এ বিষয়ে ওসি (তদন্ত) মো. বাহার মিয়া বলেন, ‘ইদানীং একটি প্রতারক চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন লোকদের কল দিয়ে ওসি এবং ওসি তদন্তের নাম ভাঙিয়ে টাকা চাচ্ছে।

টাকা না দিলে মামলা অথবা পুলিশ পাঠিয়ে ধরিয়ে আনবো বলে হুমকি দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এরকম বেশ কয়েকটি নাম্বার নিয়েছি। প্রযুক্তির মাধ্যমে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ