আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁয় হোম কোয়ারেনটাইনে রয়েছেন ২৪৫ জন

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধি:

 

 

নওগাঁয় বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ২৪৫ জন। ২৪ ঘন্টায় নতুন কোন ব্যক্তিকে হোস কোয়ারেনটাইনে পাঠানো হয় নি। তবে ২৪ ঘন্টায় হোম কোয়ারেটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ জন। এখন পর্যন্ত নওগাঁয় ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় হোম কোয়ারেনটাইন থেকে মুক্ত করে দেয়া ব্যক্তির সংখ্যা ১৬৩৫ জন।
নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোমিনুল হক জানিয়েছেন ছাড়পত্র পেয়ে মুক্ত হওয়া কোন ব্যক্তির মধ্যে করোনা ভাইরাসের কোন আলামত পাওয়া যায় নি। তারা সকলেই সুস্থ্য রয়েছেন।
নওগাঁ’র সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান জানিয়েছেন নওগাঁ জেলায় শুর থেকে এ পর্যন্ত মোট কোয়ারেনটাইনে পাঠানো হয়েছিল ১৮৮০ জনকে।
বর্তমানে উপজেলা ভিত্তিক হোম কোয়ারেনটাইনে রয়েছেন নওগাঁ সদর উপজেলায় ৪৩ জন, রানীনগর উপজেলায় ২০ জন, আত্রাই উপজেলায় ২৫ জন, মহাদেবপুর উপজেলায় ২৬ জন, মান্দা উপজেলায় ২১ জন, বদলগাছ উপজেলায় ৬ জন, পত্মীতলা উপজেলায় ৫৯ জন, ধামইরহাট উপজেলায় ১৩ জন, নিয়ামতপুর উপজেলায় ১০ জন, সাপাহার উপজেলায় ১৪ জন এবং পোরশা উপজেলায় ৮ জন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ