আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ট্রলার ডুবির রেশ কাটতে না কাটতেই ফের বাল্কহেড ডুবি

নিজস্ব প্রতিবেদক :

তুরাগ নদে ট্রলার ডুবির ঘটনার রেশ কাটতে না কাটতেই একই স্থানে সিমেন্ট বোঝাই একটি বাল্ক হেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

রবিবার (১০ অক্টোবর) বিকেল ৪ টার দিকে সাভারে আমিনবাজার তুরাগ নদের গাবতলী ও দ্বীপনগর পাড়ের মাঝনদীতে এঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সবুর।

তিনি জানান, প্রায় এক ঘন্টা আগে ট্রলার ডুবির ঘটনাস্থল থেকে একটু সামনে একটি সিমেন্ট বোঝাই বাল্ক হেড ডুবে যায়। বাল্কহেড টি সম্পর্কে বিস্তারিত জানা যায় নি। তবে তারা সিমেন্ট নিয়ে এসেছিল আনলোড করার জন্য।

তিনি আরও বলেন, এব্যাপারে কোন হতাহতের খবর পাওয়া যায় নি। খোঁজ খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আমিন বাজার নৌ-পুলিশের পরিদর্শক আলমগীর শেখ বলেন, দুটি বাল্কহেডের সংঘর্ষে সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড ডুবে যায়। তবে এঘটনায় কোন নিখোঁজ কিংবা মৃতর ঘটনা ঘটে নি। পরে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত শনিবার (০৯ অক্টোবর) ভোরে সাভারের আমিনবাজার তুরাগ নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ১৮ যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। এসময় ৭ জন নিখোঁজ হলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুই জন এখনও নিখোঁজ রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ