আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

পূর্ব শত্রুতার জেরে গাড়িতে আগুন, থানায় অভিযোগ

কে এম নজরুল ইসলাম :
পূর্ব শত্রুতার জের ধরে একটি বড় পিকআপ গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। ঘটনার বিষয়ে অভিযোগ করেছেন গাড়ির মালিক জসিম উদ্দিন। 
ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের গুপ্টি গ্রামে। পিকআপের মালিক জসিম উদ্দিনের একমাত্র আয়ের উৎস এই পিকআপ গাড়িটি। আর একমাত্র আয়ের উৎসের ওপর কার এমন কুনজর পড়ল যে সেটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে!
সরজমিনে গিয়ে জানা যায়, ৮ অক্টোম্বর দিবাগত রাত অনুমানিক ১টার সময় দুর্বৃত্তরা রাতের আঁধারে জমিস উদ্দিনের মাহেন্দ্র পিকআপটিতে আগুন লাগায় অজ্ঞাতরা। রাতে জমিস উদ্দিনের ছোট ভাইয়ের স্ত্রী রাবেয়া আক্তার তার ছেলের প্রকৃতিক ডাকে ঘর থেকে বের হলে দেখতে পান গাড়িতে আগুন জ্বলছে।
এসময় তার ডাক-চিৎকার শুনে বাড়ির সবাই ঘর থেকে বের হয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন লাগানোর কারণে গাড়িটির গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে যায়। এতে প্রায় ৪ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন গাড়ির মালিন জসিম উদ্দিন।
জসিম উদ্দিনের ছোট ভাইয়ের স্ত্রী রাবেয়া আক্তার বলেন, ‘রাতে আমার ছেলেকে টয়লেটে নেয়ার ঘর থেকে বের হই। এসময় গাড়ির নিচের অংশে আগুন জ্বলা অবস্থায় দেখতে পাই। গাড়িতে আগুন দেখে জোরে চিৎকার দিলে বাড়ির সকলে এসে পাশের পুকুর থেকে পানি এনে আগুন নেভাতে সক্ষম হই।’
জসিম উদ্দিন বলেন, ‘আমি এই গাড়িটি কিস্তিতে ক্রয় করি। এখনও কিস্তির টাকা বাকী রয়েছে। পিকআপের আয়ের ওপরেই আমার পরিবারের লোকজন নির্ভরশীল। আমি একটি দুর্ঘটনার কারণে কোনো কাজ করতে পারি না। আমার সাথে বিভিন্ন বিষয়ে বাড়ির কয়েকজনের কথা কাটাকাটি হয়েছে। জানি না কে বা কারা আমার এমন ক্ষতি করল। আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। আমি এর বিচার চাই।’
তদন্তকারী অফিসার এস.আই রুবেল ফরাজী বলেন, ‘আমি অন্য একটা মামলায় ব্যস্ত আছি বলে ঘটনাস্থলে আগামীকাল যাব।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বলেন, ‘এমন একটা অভিযোগ পেয়েছি। তদন্তকারী কর্মকর্তা রুবেল ফরাজীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ