আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ের ১২টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও হরিপুর ও রাণীশংকৈল উপজেলার মোট ১২ টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় আওয়ামীলীগেরে দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন যারা:- ১নং গেদুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ,২নং আমগাও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পাভেল তালুকদার,৩নং বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আবু তাহের রেজা, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অনীল চন্দ্র দাস(মাষ্টার), হরিপুর সদর ইউনিয়নে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, ৬নং ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম।

রাণীশংকৈল উপজেলার ৬টি ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন যারা:- ধর্মগড় ইউনিয়নে আবু কাশেম, নেকমরদ ইউনিয়নে ডা: হামিদুর রহমান, লেহেম্বা ইউনিয়নে আবুল কালাম, রাতোর ইউনিয়নে শরৎ চন্দ্র, কাশিপুর ইউনিয়নে আতিকুর রহমান।

দুই উপজেলার ১২টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কোরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ শীর্ষ স্থানীয় নেতারা ওই ১২ ইউপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের পাঠান। এর প্রেক্ষিতে ৭ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড দুই উপজেলার ১২টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বলে জানা গেছে।

ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ অক্টোবর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর এবং আগামী ১১ নভেম্বর ২০২১ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ