আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি :
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোতার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থী মনির হোসেন নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ য় শ্রেনীর ছাত্র। স্কুলে যাওয়ার সময় গোতার বাজারে একটি দোকান থেকে বিস্কিট কিনছিল, বেপরোয়া এক সিএনজি মনিরের উপর দিয়ে উঠিয়ে দিলে মারাত্মক ভাবে আহত হয় মনির।চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে তার মৃত্যু হয়।
৭ অক্টোবর বৃহঃপতিবার সকাল ৮.৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।
নয়াপাড়া গ্রামের আশাদুল এর ছেলে নিহত মনির নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী
গোতার বাজারের মুদি দোকানদার জানান,সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে মনিরের উপর দিয়ে উঠিয়ে দেন। এতে মনির গুরতর আহত হয়।পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
স্থানীয় রা সিএন জি সহ চালক কে আটক করেছে।
মাওনা পুলিশ ফাঁড়ির এএসআই মালেক জানান, ঘাতক সিএনজি চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।