নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে অস্ত্র ও গুলিসহ তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী
নাজিম উদ্দিন এর দেহরক্ষী রাকিব ওরফে কমান্ডো (২৬) নামের এক সন্ত্রাসীকে দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এর পূর্বহাটী চেয়ারম্যান বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহিদ খান।
এব্যাপারে উপ-পরিদর্শক জাহিদ খান জানান, বুধবার সন্ধ্যায় একজন কনস্টেবলকে সাথে নিয়ে তার মটর বাইকে করে হেমায়েতপুর পূর্বহাটী চেয়ারম্যান বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় সেখানে অনেক মানুষের জটলা দেখতে পেয়ে এগিয়ে যান। তখন ওই জটলা থেকে এক যুবক পুলিশ দেখে দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে।
তখন তাকে ধাওয়া করে ধরে ফেলার পর তার দেহ তল্লাশী করে দুই রাউন্ড গুলি সহ একটি পিস্তল পাওয়া যায়। পরে তাকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে আসা হয়। এসময় অস্ত্রের উৎসের ব্যাপারে রাকিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আটক যুবক রাকিব ওরফে কমান্ডো আসন্ন ইউপি নির্বাচনে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিন এর দেহরক্ষী বলে নিজের পরিচয় দিয়েছে। এব্যাপারে সাভার মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।