আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ ইং

আত্রাইয়ে অগ্নিকান্ডে ৫টি গরু পুড়ে মারা যায়, আহত আরও ৪টি গরু

নওগাঁ প্রতিনিধি :

 

নওগাঁর আত্রাইয়ে অগ্নিকান্ডে এক কৃষকের ৫ টি গরু পুড়ে মারা গেছে। এ সময় ওই গোয়ালে থাকা আরও ৪ টি গরু আগুনে ঝলসে আহত হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের থাওঐ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্থ কৃষক তুফানের ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গরুর মালিক আব্দুস সামাদ মন্ডলের ছেলে তুফান হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তিনি গরুর খাবার দিয়ে নিজের ঘরে যান। এরপর তারা পরিবারের সকলেই ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪ টার দিকে বাইরে বের হয়ে গোয়াল ঘরে আগুন দেখতে পাই। চিৎকার শুরু করে স্থানীয়রা এগিয়ে আসে। পরে খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ৫ টি গরু পুড়ে মারা যায়। আহত হয় আরও ৪ টি গরু।

আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, গোয়াল ঘরের মধ্যের জ্বলন্ত মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে তারা ধারনা করছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ