আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

শাহজাদপুরে শেষ বেলায় রং তুলিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

নিজস্ব প্রতিবেদক :

আর মাত্র কয়েক দিন বাদে অনুষ্ঠিত হতে চলেছে হিন্দু সম্পদায়ের সব চাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পূজা।দুর্গা পূজাকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পূজা মন্ডপ গুলোতে প্রতিমা তৈরিতে ব্যস্তসময় পার করছেন প্রতিমা শিল্পীরা।

এ বছর শাহজাদপুর উপজেলায় প্রায়
৯১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে
জানান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিনয় কুমার পাল। পূজা উৎসব কে পরিপূর্ণ রূপ দিতে মন্দির গুলোতে চলছে সাজ সজ্জার শেষ প্রস্তুতি। ইতি মধ্যে বেশির ভাগ মন্দিরে প্রতিমায় মাটি লাগানোর কাজ শেষ। কিছু কিছু মন্দিরে শুরু হয়েছে রং তুলির কাজ।

আগামী ১১-১৫ ই অক্টোবর ৫ দিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
স্থানীয় শিল্পী ছাড়াও বিভিন্ন স্থান থেকে এসে শিল্পীরা প্রতিমা তৈরি ও রং তুলির কাজ করছেন। অন্যদিকে
প্রতিমা তৈরির পাশাপাশি বাদ্যযন্র ঠিক ও তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন ঢাক -ডোল,কাশি ও বাঁশির কারিগররা।
বৈশ্বিক করোনা মহামারী অনেকটা কম থাকায় দূর্গা মাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন সনাতনী সকল শ্রেণি পেশার মানুষ।

প্রতিমা শিল্পী নরেশ পালজানান দুই/ এক দিনের মধ্যেই শুরু হবে রং তুলির শেষ আঁচড়। প্রতিমা গুলো মনোমুগ্ধকর ও নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছি। আশা করছি নির্ধারিত সময়ের আগেই শেষ হবে সকল প্রতিমার কাজ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিমল কুমার কুন্ড জানান, করোনা মহামারির কারনে
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ১২টি দিক নির্দেশনা আমাদের দিয়েছেন।

আমরা উপজেলার সকল
মন্দিরে সে গুলো পৌঁছে দিয়েছি।
নির্দেশনা অনুযায়ী পূজা উদযাপনের
সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্দির গুলোতে সার্বিক নিরাপত্তা সহ
শান্তি পূর্ণভাবে উৎসব সমাপ্ত করার লক্ষে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
সামাজিক দূরত্ব ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে প্রত্যেক মন্দিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে।

এ ব্যাপারে পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদত্ত ও পৌর শাখার সভাপতি শ্রী রতন সবাক বলেন, বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে থাকার কারণে
গত বছরের তুলনায় এবারের পূজা
সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে
সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ