আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে  খাদ্য সামগ্রী বিতরণ করলেন: আলহাজ্ব হাফেজ মোঃ সেলিম

বিশেষ প্রতিনিধি: সিদ্দিকুল ইসলাম রিপন

 

সাভার উপজেলার, বনগাঁও ইউনিয়ন এর ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও গরিব দুঃখীদের মাঝে, খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । করোনা ভাইরাস কে কেন্দ্র করে, যে সকল খেটে খাওয়া, মেহনতি, দিনমজুর, মানুষের কাজ বন্ধ হয়ে গিয়েছে এই সংকটময় মুহূর্তে তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছে। এ সময় ৩ শত জন মানুষের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে খাবার বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী গুলা হলো, চাউল, ডাউল, আলু, পেঁয়াজ, দেওয়া হয়েছে। এ সময় তার এই মহৎ উদ্যোগের কথা জানতে চাইলে আলহাজ্ব হাফেজ মোঃ সেলিম সাংবাদিকদের বলেন, গোটা বিশ্ব এখন করোনা ভাইরাস এর আতঙ্কে রয়েছে, তাই মানুষের এই সংকটময় বিপদের মুহূর্তে, মানবতার দৃষ্টিতে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে এই ক্ষুদ্র অবদান উৎসর্গ করলাম। সেই সাথে এটাও বলতে চাই অসাধু ব্যবসায়ী গনকে, করোনা ভাইরাস কে কেন্দ্র করে সাধারণ মানুষকে জিম্মি করে সুযোগের সৎ ব্যবহার তথা অসৎ উদ্দেশ্য থেকে বিরত থাকুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধ করতে যে ব্যবস্থা নিয়েছে, তার এই মহৎ উদ্যোগকে বাস্তবায়িত করতে, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে, আমরা দিন-রাত জনগণের কল্যাণে কাজ করে যাব। এছাড়াও আমি মনে করি এই বিপদের মুহূর্তে আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, ঠিক ততটুকু দিয়ে আমাদের সমাজের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের উচিত। তিনি আরো বলেন আতঙ্কিত নয় সচেতনতাই পারবে করোনা ভাইরাস কে প্রতিরোধ করতে। তাই আসুন আমরা সকলেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলি। নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করি তাহলে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের সকলেই সুরক্ষিত থাকবে। এবং সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সকলেই হোম কোয়ারেন্টাইন এ থাকবো বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাহিরে বের হবো না। তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ করোনা ভাইরাস থেকে মুক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যেকোনো প্রয়োজনে, দিন-রাত ২৪ ঘণ্টা আমি এবং আমার সহযোগি বন্ধুরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। এছাড়াও সার্বক্ষণিক সার্বিক পরিস্থিতি মনিটরিং এর মাধ্যমে, জনসাধারণের কারো কোন সমস্যা আছে কিনা প্রতিনিয়তই নজরদারি করে তাদের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন।এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মোঃ সেলিম, মাওলানা আব্দুল হামিদ, আরিফুুুল ইসলাম মিন্টু, মেম্বার ৫ নং ওয়ার্ড ও মোঃ আলাউদ্দিন, মেম্বার ৬ নং ওয়ার্ড বনগাঁও ইউনিয়ন পরিষদ, আব্দুল আহাদ শান্ত, আজম,শাহিন, টিপু সহ আরো অনেকেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ