আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

১৭ মুক্তিযোদ্ধার স্মরনে ‘বিজয় চেতন’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সেনা বাহিনীর কোর অব মিলিটারী পুলিশ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সিএমপি এর ১৭ জন বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির স্মরনে বিজয় চেতন নামের একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এ্যান্ড স্কুল এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন শেষে সেনাপ্রধান মহান মুক্তিযুদ্ধে সিএমপি এর ১৭ জন বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির স্মরনে ‘বিজয় চেতন’ নামের একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন, সেই সাথে মেজর জেনারেল জয়নুল আবেদীন অডিটোরিয়াম এর নামফলক উম্মোচন করেন সেনা প্রধান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

এসময় আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সাথে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমূখী এবং উদ্ভাবনী চিন্তা চেতনা সম্পন্ন প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন সেনা প্রধান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ