আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

নলডাঙ্গার অবহেলিত মাধ্যমিক স্কুল মাধবপুর বিদ্যালয়

ইউসুফ হোসেন, নাটোরঃ
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সবচাইতে অবহেলিত স্কুল হল মাধবপুর উচ্চ বিদ্যালয় কথাগুলো বলছিলেন, 
বিনামূল্যে বৃক্ষ রোপন অনুষ্ঠানের প্রধান অতিথি 
বাংলাদেশ সরকারের মাননীয় সংরক্ষিত (নাটোর, নওগাঁ)  মহিলা আসনের এমপি জনাব রত্না আহম্মেদ।
তিনি বনবিভাগের সহায়তায় ৩০০০ হাজার বৃক্ষ বিনামূল্যে বিতরণ করার এক অনুষ্ঠানে।
তিনি স্কুলে অবকাঠামো, খেলার মাঠ দেখে হতভাগ হয়ে চেয়েছিলেন এবং খুব দুঃখ, কষ্ট নিয়ে বললেন, আওয়ামীলীগ সরকারের ১২ বছরে ও কেন এই স্কুলের এই ভংগ দশা।
স্কুলের প্রধান শিক্ষক এম শামসুল হক প্রতিটা দপ্তরে বিল্ডিংয়ের জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন দীর্ঘ দিন সেটাও অকপটে স্বীকার করলেন।
স্কলের সভাপতি মোঃ সাহাদত হোসেন সাদুর কথা ও বলেন।
 তিনি আগামী বাজেটে ব্রিডিং,  ডিজিটাল ল্যাব  ও মাঠ ভরাটের অঙ্গিকার করেন।
নলডাঙ্গা উপজেলার পুরাতন স্কুলের মধ্যে মাধবপুর উচ্চ বিদ্যালয়  স্বনামধন্য শিক্ষক মন্ডলি ও ৫০০ শতর বেশি শিক্ষার্থী নিয়ে সুনামের সহিত সফলতা দেখিয়ে আসছেন।
বৃক্ষরোপণ অনুষ্ঠানের বিশেষ অতিথি নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান  জনাব আসাদুজ্জামান আসাদ খুব দুঃখ নিয়ে লোহার ব্রেন্চ ও একটা রুম সহ সার্বিক উন্নয়নের আস্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তার বক্তৃতা শেষে বিভিন্ন গাছ স্কুলের শিক্ষার্থীদের, উপস্থিত সবাইকে ও এলাকার জনগনের মধ্যে বিনামূল্যে গাছ বিতরণ শেষে সভাপতি প্রধান শিক্ষকের সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ