আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

তাহিরপুরে সংযোগ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আর্থিক এবং ব্যবসায়ী সেবা প্রদানকারী ও উৎপাদক দলের সদস্যদের সাথে সংযোগ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে স্যানক্র্যাড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসডব্লিউএফ) রিকল প্রকল্প -২০২১ এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভার উদ্দেশ্য উৎপাদক দল, সেবাদানকারী প্রতিষ্ঠান ও ব্যাবসায়ী প্রতিষ্ঠান থেকে পরামর্শ, উপকরন সহায়তা সহ অন্যান্য সহায়তা পাওয়ার সংযোগ তৈরী হওয়ায় উৎপাদক দল তাদের ব্যবসায়িক পরিকল্পনা অনুযায়ী জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ফলে আর্থিক ভাবে লাভবান হবে।

সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কৃষি কমকর্তা হাসান উদ-দৌলা, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক, সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুল গফুর, কৃষি ব্যাংক কর্মকর্তা মাহবুব আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা উৎপল রায়, আমার বাড়ি আমার কর্মকর্তা মনোলাল রায়, রিকল প্রকল্প স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কল্যান রুমা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ