আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়া অ্যাপেক্স কারখানায় আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়া একটি ফোম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও কারখানাটির প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার এসব তথ্য নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

এর আগে রোববার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে জামগড়া এলাকার লিয়াকত আলি সড়ক সংলগ্ন ফ্যাশন ফোরাম কারখানার সামনে অ্যাপেক্স ফোম তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে সাড়ে তিনটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কারখানায় বন্ধ ছিল। কোন লোকজন ছিল না। আমরা তালা ভেঙে কারখানায় প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ধামরাই স্টেশনের আরও দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটি সেমিপাকা হওয়ায় নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, অগ্নিকাণ্ডে কারখানাটির প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা আসলে আসল ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে। তবে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ