আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

চাঁদপুরে জেলা প্রশাসনের ত্রাণ যাবে বাড়ি প্রকল্পের শুভ উদ্বোধন

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

 

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান অনেক নতুন নতুন আইডিয়া নিয়ে জনগণের কল্যাণে সবসময় নিজেকে নিয়োজিত রাখছেন।জনগণের জন্য এসব কাজে তিনি সফলতাও পাচ্ছেন।
এবার নোবেল করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় তিনি “ত্রাণ যাবে বাড়ি” নামের কার্যক্রম শুরু করেছেন। আর এই কাজের জন্যে তিনি একটি স্বেচ্ছাসেবী গ্রুপ তৈরি করেছেন। যাদের মাধ্যমে হতদরিদ্র ও অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য দ্রব্য পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন।
আর এ কাজে ৪১ জনের মোটরসাইকেল চালনা গ্রুপ তৈরি করে তাদের মাধ্যমে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছেন। গতকাল বুধবার থেকে এ কার্যক্রম শুরু হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর বিকেল ৫টায় যাত্রা শুরু হলো। যারা হট লাইনে ফোন দিয়েছেন তাদের মধ্য থেকে ৪১ জনকে বাছাই করে আমাদের ভলান্টিয়াররা খাদ্যপণ্য নিয়ে ইতিমধ্যে রওয়ানা দিয়েছেন।
তিনি বলেন অশেষ কৃতজ্ঞতা জানাই সুন্দর মনের অধিকারী ভলান্টিয়ার, স্কাউট ও রোভারদের, যারা স্বেচ্ছাসেবী হিসাবে প্যাকেট করা এবং খাদ্যপণ্য বাড়ি বাড়ি নিয়ে যাওয়ার কাজটি করছেন।

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নির্দেশক্রমে এ মানবিক কাজটি অব্যাহত থাকবে। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, সবাই যার যার বাড়ি থাকুন,
করোনা ভাইরাস প্রতিরোধে করুন।
তাছাড়া সেবাটি গ্রহণ করার জন্য দুটি চালু করা হয়েছে।
নম্বর গুলো হলোঃ-
১, ০১৭০৪-০৪০৪৩৩
২, ০১৭০৪-০৪০৪৯২

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ