আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটা সৈকতে ফটোগ্রাফারদের পরিচ্ছন্নতা অভিযান

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

সকলের সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সাগরকন্যা কুয়াকাটা,বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সৈকতের ফটোগ্রাফার এসোসিয়েশন। সংগঠনের সভাপতি মোঃ আল আমিন কাজীর নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন সৈকত উপহার দিতে এমন উদ্যোগ নিয়েছে ক্যামেরাম্যানরা। এ পরিচ্ছন্নতা অভিযানে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন এর কর্মকর্তাসহ ট্যুরিস্ট পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

আগামীকাল ২৭ সেপ্টেম্বর পর্যটন দিবসে পটুয়াখালী জেলা প্রশাসন ও পর্যটন করপোরেশন রেলী, আলোচনা সভার আয়োজন করেছে। পাশাপাশি কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম) ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা ( টোয়াক), ট্যুর গাইড এসোসিয়েশন কুয়াকাটা শুভ সংঘ ক্লাব সহ বিভন্ন সংগঠন দিবসটি।

পালনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে আবাসিক হোটেল মোটেল গুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ধোয়া মোছার কাজ করছে। টানানো হবে ব্যানার ফেস্টুন।

তবে করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পর্যটন দিবস পালনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার এসোসিয়েশন সভাপতি মোঃ আল আমিন কাজী বলেন, ময়লা আবর্জনা ও দূষণমুক্ত সৈকত উপহার দিতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে তারা।

পর্যটকরা কুয়াকাটা সৈকতে আসলে যেন পরিচ্ছন্ন কুয়াকাটা দেখতে পায় এজন্যই তাদের এই পরিচ্ছন্নতা অভিযান চালানো। আল আমিন কাজী আরো বলেন, কুয়াকাটা সৈকতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ সকল সামাজিক কার্যক্রমে ক্যামেরাম্যানরা অংশগ্রহণ করে থাকে। আগামীতেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ