আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়া বিদ্যূতের তাড়ে জড়িয়ে নির্মান শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় নির্মান কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহ-আলম (৪২) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার জিরাবো বাগানবাড়ী এলাকার নবী দেওয়ানের বাড়ির ছাঁদে এ ঘটনা ঘটে।

মৃত শাহ-আলম পাবনা জেলার সুজানগর থানার বাসিন্দা বলে জানা গেছে। তিনি আশুলিয়ায় ভাড়া থেকে নির্মান শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ওই এলাকার আব্দুল হালিমের বাড়িতে বাড়ি নির্মানের কাজ করছিল শাহ-আলম। নির্মান কাজে ব্যবহারের জন্য পাশের নবী দেওয়ানের ভবনের ছাদ থেকে বাঁশ আনতে যান তিনি।

এসময় ছাদের উপর দিয়ে যাও ৩৩ হাজার ভোল্টেজের তাড়ের স্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা জিরাবোর পিএমকে হাসপাতালে নিলে চিকিৎসক সাভারের এনাম মেডিকেলে রেফার্ড করেন। এনাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এব্যাপারে আব্দুল হালিমের ছেলে জুবায়ের জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা শাহ-আলমের পরিবারের সাথে বিষয়টি সমঝোতা করে নিয়েছি।

আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, এব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ