আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

ধামরাইয়ে চলছে ইউপি নির্বাচনের আগাম প্রচার-প্রচারণা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ের ১৬টি ইউনিয়নেই চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনী আগাম প্রচার-প্রচারণা। সন্ধ্যার পরই উঠান বৈঠক এর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন।

শুক্রবার সন্ধ্যার পর উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী প্রচার-প্রচারণার এক উঠান বৈঠকের আয়োজন করেন প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন এর সমর্থক, এলাকাবাসী ও স্থানীয় নেতা কর্মীরা।

উক্ত উঠান বৈঠকে বক্তারা বলেন, চেয়ারম্যান যদি হয় একজন শিক্ষিত ব্যাক্তি তা হলে ওই এলাকার উন্নয় আরো বেড়ে যায় দ্বিগুণ। চেয়ারম্যান না হইয়েও প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে অংশ নিয়েছেন।

সেই ব্যাক্তি চেয়ারম্যান হলে এলাকার আরো উন্নয়ন হবে।
বক্তারা এসময় প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেনের আরো উন্নয়নমূলক কাজকর্মের কথা তুলে ধরেন।

উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, আমি চেয়ারম্যান না জনগণের রাখাল হতে চাই।

আমি ইতি মধ্যেই করোনায়, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, এলাকার রাস্তাঘাট মেরামতসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিতে পেরেছি।

আশা করি ভবিষ্যতে আমি আমার এলাকার আরো বেশি উন্নয়ন করতে পারবো। তিনি ভোটারদের আরো বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

উঠান বৈঠকে এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরাসহ কয়েকশত এলাকাবাসী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ