মোঃ হৃদয় হোসেন রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান আজ বৃহস্পতিবার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে মদিনা ইটভাটা ও জেবিএম ইটভাটায় অভিযান পরিচালনা করে ইটভাটা গুলি বন্ধ করে দেয়।
জানা যায়, দেশের এ দূর্যোগময় সময় দেহলা গ্রামে মদিনা ইটভাটার মালিক অামির হোসেন ডিপজল ও জেবিএম ইটভাটার মালিক জাহাঙ্গীর হোসেন সরকারী নির্দেশনা অমান্য করে শত শত লোকজন নিয়ে ইটভাটার কার্যক্রম চালু রাখেন । এবং ১৫/২০টি অবৈধ ট্রলি দিয়ে ফসলি জমির টপসয়েল ও মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়ে খালের পাড়ের মাটি কেটে নিয়ে যায়। বিষয়টি নির্বাহী কর্মকর্তা জানতে পেরে অভিযান পরিচালনা করে উক্ত ইটভাটা ২টি বন্ধ করে দেয়।
নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পরবর্তিতে এ ইটভাটা ২টি ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।