হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা ভাইরাস মোকাবেলা পরিস্থিতিতে কর্মহীন দিনমজুর হতদরিদ্রদের মাঝে ৭কেজি চাউল,৩ কেজি আলু,১ কেজি ডাল,আধা লিটার সয়াবিন, ১ কেজি পিয়াঁঁছ এবং ১টি সাবান জন প্রতি বিতরণ করা হয়েছে।
আজ ২ এপ্রিল বৃহস্পতিবার ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ স্মৃতি সংসদ ও ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ গণগ্রন্থাগারের উদ্যোগে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের শেখাবাদ কর্মহীন ও হত দরিদ্র ৬৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হয়। লোকসমাগম এড়াতে অনেকের বাড়িতে পৌঁছে দেওয়া হয় এসব সামগ্রীর প্যাকেট।
করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে চালসহ এসব জিনিসপত্র পেয়ে খুশি হতদরিদ্র মানুষের। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ স্মৃতি সংসদ ও ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ গণগ্রন্থাগারের সদস্য বৃন্দ।