আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

বিস্কুটের কার্টনে নবজাতকট

পাথরঘাটা বরগুনা,প্রতিনিধি : তাওহিদুল ইসলাম :

বরগুনার পাথরঘাটায় বিস্কুটের কার্টনের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পাথরঘাটা থানার পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ১ টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, পাথরঘাটা পৌর শহরের BRTC মৎস্য ঘাটসংলগ্ন রাস্তার পাশে দেয়ালের ওপর একটি বিস্কুটের কার্টন দেখতে পান স্থানীয়রা। এটি নিয়ে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি ডিউটি অফিসারকে জানান। পরে থানা থেকে টহল পুলিশ গিয়ে বিস্কুটের কার্টনটি খোলে। কার্টনের ভেতরে এক নবজাতককে দেখা যায়। নবজাতকের মুখে স্কচটেপ প্যাঁচানো ছিল।

পাথরঘাটা থানার উপপরিদর্শক আবদুল হালিম বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করি। শিশুটি বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।’

অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল আহমেদ সরকার জানান, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিকভাবে শিশুটিকে পুলিশ হেফাজতে হাসপাতালের শিশু কেয়ারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ