আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সিরাজগঞ্জে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করায় ডাক্তারের ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জে রেক্টিফাইড স্পিরিট বিক্রি ও সংরক্ষণের দায়ে এক হোমিওপ্যাথিক ডাক্তাকে অর্থ দন্ড সহ ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ সেপ্টেম্বর)দুপুরে সদর উপজেলার বহুলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস,এম রবিন শীষ। অভিযানে সহয়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, ইন্সপেক্টর রফিকুল ইসলাম সহ তার টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বহুলী বাজার অবস্থিত তাসিন হোমিও ফার্মেসীতে রেক্টিফাইড স্পিরিট বিক্রি ও সংরক্ষণের দায়ে ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক কে ১ শত টাকা অর্থ দন্ড এবং ৬ মাসের বিনাশ্রম করা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় ১ শত টাকা অর্থ দন্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ