আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

নয়াহাটে ছাতিপট্টি হুজুর রহ. স্মরণে ইছালে ছাওয়াব মাহফিল 

কে এম নজরুল ইসলাম : 
কুমিল্লার ছাতিপট্টি জামে মসজিদের সাবেক খতিব এবং বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সম্মানীয় সাবেক সভাপতি মাওলানা মুফতি মোখলেছুর রহমান (ছাতিপট্টি হুজুর) রহ. এর ১৭তম ইছালে ছাওয়াব স্মরণে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট বাজার পূর্ব মাথা কেন্দ্রীয় জামে মসজিদে মঙ্গলবার ২১ সেপ্টেম্বর বাদ আসর থেকে শুরু হয় মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের।
গোবিন্দপুরউত্তর ইউনিয়নের জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর শাখার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান মেহমান ও দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহর চাঁদপুর জেলার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা সাইফুদ্দিন খন্দকার।
মো. মহসিন খানের সঞ্চালনায় ছাতিপট্টি হুজুরের ইছালে ছাওয়াব মাহফিলের সভাপতি ছিলেন বাংলাদেশ যুব হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি এবং নয়াহাট জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাবিবুর রহমান মোহেব্বী।
ইছালে ছাওয়াব মাহফিলের অনুষ্ঠানে আলোচনা করেছেন বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহর চাঁদপুর জেলার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা মমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আ হ ম সাইফুল্লাহ, তালিম সম্পাদক আলহাজ্ব মাওলানা আঃ মালেক এসলাহী, ঢাকা জনকল্যাণ জামে মসজিদের খতিব ও ছারছীনা দ্বীনিয়ার সাবেক মুহাদ্দিস মাওলানা শামছুল আলম মোহেব্বী, চাঁদপুর আহমদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোস্তাফিজুর রহমান খান।
কুমিল্লা মদিনা জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, মদনা দীনিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা জালাল উদ্দিন চাঁদপুরী, দক্ষিণ চাঁদপুর সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ আহসান উল্লাহ নেছারী প্রমুখ ওলামায়ে কেরাম।
উপস্থিত ছিলেন হাঁসা আল আমিন ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অলিউদ্দিন, জমইয়তে হিযবুল্লার দায়িত্বশীল মাওলানা মাইনুদ্দিন ঢালী, মাওলানা শাহআলম খান, হাজী আবুল কালাম আজাদ, মাওলানা আঃ রব, ছাত্র হিযবুল্লাহর দায়িত্বশীল মুহাম্মদ নোমান ছালেহী, মাওলানা মোহাম্মদ উল্লাহ, জিল্লুর রহমান হামিদী, মো. রবিউল ইসলাম পাটওয়ারীসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলগণ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘মাওলানা মোখলেছুর রহমান রাহিমাহুল্লাহু আল্লাহর একজন মোখলেছ বান্দা এবং আল্লাহর অলী ছিলেন। যাঁকে কুমিল্লার কুতুব বলা হতো। তিনি তাঁর পুরো জীবনে কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবনকে পরিচালিত করেছেন।
বক্তারা আরও বলেন, ‘ছারছীনা পীর সাহেব কেবলার মুরিদ ছিলেন আমাদের ফরিদগঞ্জের তথা চাঁদপুরের গৌরব ছাতিপট্টির হুজুর। তিনি ছারছীনার পীর সাহেব হুজুরের নির্দেশমতো জীবন পরিচালনা করেছেন; হুজুরের সচল ধরনের নির্দেশ মেনে চলতেন।
ওনার ইন্তেকালে পীর সাহেব হুজুরের মন্তব্য ছিল- ‘ছারছীনা দরবারের একটা পিলার পড়ে গেছে’। ছাতিপট্টির হুজুরের মতো আল্লাহর খাঁটি বান্দার খুবই অভাব এখনকার সমাজে।’
আলোচনা ও মিলাদ অনুষ্ঠানে দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইছালে ছাওয়াবের তাবাররুক বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, কুমিল্লার ঐতিহ্যবাহী ছাতিপট্টি জামে মসজিদের খতিব মাওলানা মোখলেছুর রহমান (ছাতিপট্টি হুজুর নামে পরিচিত) রাহিমাহুল্লাহু ২০০৪ সালের ২২ সেপ্টেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ