আজ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং

সংসদীয় কমিটির সুপারিশ প্রত্যাহারের দাবী ট্যানারী শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সাভারের চামড়া শিল্প নগরী বন্ধ করে দেয়ার সুপারিশ করেছে।

মঙ্গলবার সকাল দশটায় এই সুপারিশ প্রত্যাহার করার দাবি জানিয়ে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে বিভিন্ন ট্যানারীর কয়েকশ শ্রমিক।

এ সময় বক্তারা বলেন, সাভারের হেমায়েতপুরে ট্যানারী কারখানা বন্ধ করে দিলে চামড়া প্রসেসিং এ জড়িত ৬ হাজার শ্রমিক চাকরি হারিয়ে পথে বসবে।

এছাড়া এ খাতে সংশ্লিষ্ট কাঁচা চামড়া যোগানের উৎস গরুর খামারি, মাংস ব্যবসায়ী, কাঁচা চামড়া ব্যবসায়ী, কেমিক্যাল ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা জড়িত।

যারা রফতানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা অর্জনসহ দেশীয় বাজারের চাহিদা পূরণ করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অথচ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কোন কিছু বিবেচনায় না নিয়ে শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনা যথাযথ না হওয়ার কারণ দেখিয়ে চামড়া শিল্প নগরী বন্ধ করে দেয়ার সুপারিশ করেছে।

আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রতিবাদ সমাবেশে ট্যানারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ বিভিন্ন ট্যানারী শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ