আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

কর্মহীন অসহায়, দু:স্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন

খান ইমরান , বরিশাল

 

করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, দু:স্থ ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) নগরীর শিশু পার্ক কলোনী (বস্তি), কলাপট্টি, কসাইখানা ও পলাশপুরেরর নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে গত সোমবার থেকে শুরু হওয়া খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির মাধ্যমে গতকাল পর্যন্ত নগরীর বিভিন্ন প্রান্তে ৬ হাজারের অধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হলো। যারমধ্যে সোমবার মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কলোনীর (কেডিসি বস্তি) কর্মহীন ১ হাজার ২শ মানুষের ঘরে, দ্বিতীয় দিন মঙ্গল স্টেডিয়াম কলোনীর (চাঁদমারি বস্তি) ১ হাজার ৩ শত, বুধবার নগরীর রসুলপুর কলোনীর দেড় হাজার মানুষের ঘরে এবং গতকাল বুহস্পতিবার নগরীর শিশুপার্ক কলোনী, কলাপট্টি, কসাইখানা ও পলাশপুর কলোনীর ২১শত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌছে দেয়া হয়েছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানাগেছে, এসব খাবারের প্রতিটি প্যাকেজে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে মসুর ডাল দেয়া হয়। যা নগরীর কালিবাড়ি রোডস্থ মেয়র সাদিক আব্দুল্লাহ’র বাসভবন “সেরনিয়াবাত ভবন” এর পেছনের অংশের খোলা মাঠে প্যাকেটজাত করা হয়ে থাকে। যে কাজে সিটি কর্পোরেশনের কর্মীদের সাথে আওয়ামীলীগের দলীয়ও সহযোগী সংগঠনের কর্মীরা সহযোগিতা করছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ