আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

রাতভর মহাসড়কের পাশে অচেতন হয়ে পড়ে ছিলেন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক :

অজ্ঞানপার্টির খপ্পরে পরে স্বর্বস্ব খুইয়ে রাতভর নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন সাভারের সাংবাদিক তৌকির আহমেদ। স্থানীয়রা ভোরবেলায় উদ্ধার করে তাকে বাসায় পৌছে দেন। এখন তিনি শারীরিক ভাবে সুস্থ আছেন।

রবিবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাংবাদিক তৌকির আহমেদ নিজেই। এর আগে রবিবার দিবাগত রাত ১ টার দিকে সাভার থেকে বাড়ইপাড়ার উদ্দেশ্যে ‘ইতিহাস’ বাসে উঠেছিলেন। ভোরে আশুলিয়ার বাড়ইপাড়া মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা।

তৌকির আহমেদ বলেন, বাসে ওঠার পরে পাশের আসনে একজন বসেন। বাসে ৪-৫ জন যাত্রী দেখেছিলাম। কবিরপুর ও চন্দ্রার মাঝামাঝি স্থানে পাশে থাকা লোক রুমাল জাতীয় কিছু একটা বের করেন। এরপরে আমার আর কিছু মনে নেই। সারারাত আমি মহাসড়কের পাশেই পড়ে ছিলাম।

ভোরের দিকে স্থানীয়রা আমাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। এখন আমি বাসাতেই প্রাথমিক চিকিৎসা নিচ্ছি। আরেকটু সুস্থ হয়ে থানায় অভিযোগ করব। আমার কাছে থাকা মোবাইল ফোন ও প্রায় সাড়ে সাত হাজার টাকা খোয়া গেছে।

তিনি সাভারে জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাভার প্রেস ক্লাবের অর্থ সম্পাদক পদেও ছিলেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ