আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

চান্দিনা উপ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রাণ গোপাল

নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত চান্দিনা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদান করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর প্রাণ গোপাল দত্ত।

কুমিল্লা ৭ চান্দিনার উপ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের জরুরি বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুনতাকিম আশরাফ টিটু উপস্থিত ছিলেন। আগামী ৭ অক্টোবরের উপ নির্বচানে নৌকা কে জয়যুক্ত করতে আওয়ামীলীগসহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠন গুলোকে প্রফেসর ডক্টর প্রাণ গোপাল দত্ত কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে নেতারা একমত পোষন করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি শাহ মোঃ সেলিম প্রধান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা কুমিল্লা উত্তে জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মজিবুর রহমান, সার্ভেয়ার মোঃ বশির উদ্দিন আওয়ামীলীগ নেতা,মোঃ মমিন সরকার সাবেক পরিচালক পানি উন্নয়ন বোর্ড ও আওয়ামীলীগ নেতা,কেরণখাল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগ নেতা মোঃ সুমন ভূইয়া, এডভোকেট মোঃ মহিউদ্দিন সাবেক সভাপতি চান্দিনা উপজেলা ছাত্রলীগ,ইন্জিনিয়া আতাউর রহমান গণি যুবলীগ নেতা।

গত বছরের ৩০ জুলাই কুমিল্লা ৭ চান্দিনার নির্বাচিত সাংসদ অধ্যাপক মো : আলী আশরাফ মারা যান। নির্বাচন কমিশন গত ২ সেপ্টেম্বর চান্দিনার উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপ-নির্বাচন আগামী ৭ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর সোমবার। মনোনয়পত্র যাচাই-বাছাই ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর রোববার। ২০ সেপ্টেম্বর সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ