আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

মির্জাপুর আশ্রয়ণ প্রকল্পে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন ইউএনও মেহের নিগার

মির্জাপুর আশ্রয়ণ প্রকল্পে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন ইউএনও মেহের নিগার

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর মানবিক সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মির্জাপুর আশ্রয়ণ প্রকল্পে কর্মহারা মানুষের মাঝে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার ।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সদর ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর আশ্রয়ণ প্রকল্পের ৪০টি পরিবারের কর্মহারা মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে খাদ্য সামগ্রী নিয়ে কর্মহারা মানুষের নিকট খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন ইউএনও মেহের নিগার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মো: জামাল উদ্দিন, ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক বকুল, সাংবাদিক এস এম টিপু চৌধুরী।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে নিজেরা গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করছি। আর সবাইকে সরকারের বিভিন্ন নির্দেশ পালন করার জন্য সকলের প্রতি আহব্বান জানান। আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রাখব। অযথা বাজার, দোকানপাটে বসে আড্ডা দেব না। আসুন আমরা সবাই ঘরে থাকি, নিজে ভাল থাকি। অন্যেকে ভাল রাখি। আপনি আমি ভাল থাকলে। ভাল থাকবে বাংলাদেশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ