আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

নওগাঁর পত্নীতলায় ইশা ছাত্র প্রাণিদের প্রতি মহতি দৃষ্টান্ত 

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ নওগাঁ প্রতিনিধি:

 

মহামারী করোনা ভাইরাসের কবলে যখন অসহায় ও দিনমজুর পরিবারের পাশে ত্রাণ বিতরণে ব্যস্ততা ঠিক তখন এবার নওগাঁর পত্নীতলা থানার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের এক ব্যতিক্রমী মহতি উদ্যোগ সকলের দৃষ্টিনন্দিত করেছে।

করোনা ভাইরাসের কারণে লক ডাউন থাকাতে নওগাঁ জেলার পত্নীতলায় নজিপুর পৌরসভা এলাকার শহরের সকল হোটেল রেস্তোরা বন্ধ থাকার কারণে স্থানীয় কুকুর-বিড়াল সহ বিভিন্ন পশু ও প্রাণিদের অনাহারে থাকায় তাদের মুখে পত্নীতলা থানার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তাদের মুখে খাবার তুলে দিয়েছেন। এতে এলাকার লোকেরা এমন মহতি উদ্যোগ গ্রহণে স্বাগত জানিয়েছেন।

এসময় নিজ হাতে বিভিন্ন প্রাণিদের মুখে খাবার তুলে দেন সংগঠনের পত্নীতলা থানা শাখার সভাপতি জুয়েল হোসেন ও সাধারণ সম্পাদক সাহিদ হাসান।
এসময় থানা শাখার সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ