আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন 

বিশেষ প্রতিনিধি, রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এরিমধ্যে নির্বাচনকে ঘিরে গোদাগাড়ী পৌর এলাকার উৎসব মুখর পরিবেশে তৈরি হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) শেষ খবর পাওয়া পর্যন্ত আনুমানিক সকাল দশটা সাবেক মেয়র মোঃ আমিনুল ইসলামের মনোনয়ন পত্র জমা দেন,বেলা ১২,৪৫ মিনিটে গত নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া (রুলু) মনোনয়নপত্র জমা দেন,এরপরেই প্রয়াত মেয়র মনিরুল ইসলামের স্ত্রী মোসাঃ জান্নাতুন ফেরদৌস সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস দুপুর আড়াইটার দিকে মনোনয়নপত্র জমা দিতে আসবেন বলে বিশ্বাস্ত সূত্রে জানা গেছে।

গত ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনিরুল ইসলাম বাবু দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন। কিন্তু চলতি বছরের ২১ এপ্রিল ভারতের বেঙ্গালুরুতে নারায়ণায় হেলথে চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ করেন। তারপর থেকেই গোদাগাড়ী মেয়র পদটি শূণ্য হয়ে।

গোদাগাড়ী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ সেপ্টেম্বর এবং প্রত্যাহার করার শেষ সময় ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ৭ অক্টোবর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ